-
- রংপুর বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- সম্মুখ সমর পরিষ্কারে মেতে উঠেছে হাকিমপুর ফাউন্ডেশন
- আপডেট টাইম : December, 4, 2020, 4:23 pm
- 36
মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর):
১১ ডিসেম্বর দিনাজপুরের হিলিতে মুক্ত দিবস পালিত হবে। আর মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাতে সম্মুখ সমর পরিষ্কারে নেমেছে হাকিমপুর ফাউন্ডেশন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১১ ডিসেম্বরে পাকবাহিনীর কবল থেকে হিলি শত্রু মুক্ত হয়ে ছিলো। ঐ সম্মুখ সমরের স্থানে প্রায় ৩৫০ জন ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর সদস্য নিহত হন। এই সব বীরযোদ্ধাদের সম্মান দেখাতে তৈরি হয়েছে সম্মুখ সমর। প্রতি বছর ১১ ডিসেম্বর হিলিবাসী এই স্থানে সকাল ৬ টায় উপস্থিত হয়।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে সম্মুখ সমরটি পরিষ্কার-পরিচ্ছন্নতাই মেতে উঠেছে হাকিমপুর ফাউন্ডেশনের সকল সদস্যরা।
হাকিমপুর ফাউন্ডেশনের সভাপতি সোহাগ সরকার বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সম্মুখ সমর পরিষ্কার করতে আমরা হাকিমপুর ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকরা। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের তাৎপর্য তরুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে আমাদের পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি গ্রহন করি।
সময়নিউজ২৪.কম/ বি এম এম
Leave a Reply