শহিদুল ইসলাম জি এম মিঠন,স্টাফ রির্পোটারঃসান্তাহার টাউন ফাঁড়ি পুলিশের অভিযানে হেরোইন সহ একজন আটক।বগুড়ার আদমদীঘির উপজেলার সান্তাহার টাউন ফাঁড়ি পুলিশ ১৯ জানুয়ারি বুধবার দুপুরে সান্তাহার পৌর শহরের কলসা সোনারপাড়া মসজিদের সামনে অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইন সহ চুন্নু (৫৫) নামের একজনকে আটক করেন।আটককৃত চুন্নু সান্তাহার পৌর শহরের হলুদঘর এলাকার মৃত আনোয়ার উদ্দিনের ছেলে।সত্যতা নিশ্চিত করে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন সহ একজনকে আটক করা হয়েছে।
Leave a Reply