-
- রাজশাহী বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- সারিয়াকান্দিতে ইয়াবা ও বার্মিজ চাকুসহ গ্রেফতার ২
- আপডেট টাইম : November, 27, 2022, 12:12 am
- 29
পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া সারিয়াকান্দিতে ইয়াবা ও ধারালো বার্মিজ চাকুসহ ২ জন যুবককে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।থানার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার নারচী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে সারিয়াকান্দি থানা পুলিশ।অভিযান শেষে একটি ধারালো বার্মিজ চাকুসহ ফকিরপাড়া গ্রামের মেহেরুল ইসলামের ছেলে বাইজিদ হোসেন (২৮) কে গ্রেফতার করা হয়।একই অভিযানে একই গ্রাম থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গাবতলী উপজেলার নিজ কাকড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাকসুদুল আলম (৩০) কে গ্রেফতার করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশ সদস্য তাদের গ্রেফতার করেছে।গ্রেফতার আসামীদের বিরুদ্ধে পৃথক অস্ত্র আইনে ও মাদক আইনে মামলা দায়ের করে বগুড়া জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
Leave a Reply