-
- রাজশাহী বিভাগ, লিড নিউজ, সারাদেশ
- সারিয়াকান্দিতে খাদ্য বান্ধব কর্মসূচির ১১৩০ বস্তা চাল জব্দ
- আপডেট টাইম : November, 30, 2022, 10:05 pm
- 33
পাভেল মিয়া সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া সারিয়াকান্দি পৌর এলাকার বাগবেড় গ্রামের একটি চালের গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চাল জব্দ করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬ টা হতে রাত ৮ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে চালগুলো জব্দ করেন বগুড়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম।অবৈধভাবে খাদ্য বান্ধব কর্মসূচির চাল মজুদ করার দায়ে বাগবেড় গ্রামের শাহজাহান আলীর ছেলে শাহিন আলম (৩৫) কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা কৃষি বিপনন অধিদপ্তরের বাজার পরিদর্শক আবু তাহের, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান।এ বিষয়ে জান্নাতুল নাঈম বলেন, চাল ক্রয় বিক্রয়ের রশিদ না থাকায় এবং কৃষি বিপনন লাইসেন্স না থাকায় তার অবৈধভাবে ক্রয়কৃত চাল জব্দ করা হয়েছে। এক্ষেত্রে ২০১৮ এর ১৯ ( ক) ধারায় তার নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
Leave a Reply