
আবদুল্লাহ আল মারুফ
প্রতীক্ষার বহু পর দেখেছিলাম কাল,
মুখটা আগের মতই আছে,
তবে চোখ গুলাতে এখন আর মায়া নেই,
কালো কালো দাগে ভর্তি সুশ্রী কপাল।
এখন মনে হয় আর আমাকে ভাবে না,
আমার জন্যে হঠাৎই কেঁদে উঠে না,আগের মত,
কাঁদবেই বা কেন? সে তো এখন আধুনিক।
আধুনিক বলতে অনেক আধুনিক,
এখন রিকশায় ঘুরে শহরের অলি গলি,
রেস্টুরেন্টের নীল ছায়ায় তাকে দেখায় যায়, পার্কের প্রতিটা বেঞ্চ তার স্পর্শ পায় প্রতিনিয়ত।
ফুসকার দোকানের ছেলেটা এখন,
তার সাথে অন্য কাউকে দেখে,
এখন আর কেউ বায়না করে বলেনা, তোকে ছাড়া বাঁচবো না,
আমি অট্রহাসিতে ভুলে দিয়েছি স,,ব,
কিন্তু আজও হাত ধরে বসে থাকার কথা,
রিকশায় টেনে তোলার কথা,
রেস্টুরেন্টের অরডারের বায়না চাপিয়ে দেওয়ার কথা।
হাহ,হাহ,হা
সব ভুলতে পারি আমি
কিন্তু সে কিভাবে ভুলে গিয়েছে সে সব কথা।

সময় নিউজ২৪.কম/এমএম
Leave a Reply